উত্তেজনা, ভয় ও মানসিক টানাপোড়নের ছবি
এই ছবিটির কোলাজটি একটি থ্রিলার বা ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমা বা ওয়েব সিরিজ। ছবিটিরপ্রতিটি দৃশ্যে রয়েছে উত্তেজনা, ভয় ও মানসিক টানাপোড়েনের ছাপ। গল্পটি গা ছমছমে এবং গভীরভাবে আবেগপ্রবণ।
এই সিনেমাটি তামিল থ্রিলার "Iraivan" (২০২৩), যেখানে জয়ম রবি (Jayam Ravi) ও নায়নথারা (Nayanthara) মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং বিজয়alakshmi (Rahul Bose) সিরিয়াল কিলার চরিত্রে রয়েছেন।
গল্পটি ঘুরপাক খায় এক সিরিয়াল কিলার, পুলিশি তদন্ত এবং মানসিক অন্ধকারের মধ্য দিয়ে।

Comments
Post a Comment