সুন্দর ফুলের ছবি
গল্পের নাম: সুন্দর ফুলের ছবি
এক ছিল ছোট্ট একটি মেয়ে, নাম তার নীলা। সে ছবি আঁকতে খুব ভালোবাসতো। রঙতুলি হাতে নিলেই যেন সে এক নতুন জগত তৈরি করে ফেলত।
একদিন স্কুলে শিক্ষক বললেন, “আগামীকাল সবাইকে একটি ছবি আঁকতে হবে — যার নাম হবে ‘সুন্দর ফুলের ছবি’। সেরা ছবিটা পুরস্কার পাবে।”
নীলা খুব খুশি হল। কিন্তু সঙ্গে সঙ্গে একটু চিন্তায়ও পড়ে গেল। সে ভাবতে লাগলো, “ফুল তো অনেক রকম, কোনটা আঁকব? গোলাপ, সূর্যমুখী, চামেলি না কি কদম?”
পরের দিন সকাল থেকে সে বাগানে ঘুরতে লাগলো। রঙ-বেরঙের ফুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু সে বুঝতে পারছিল না, কোন একটা ফুলকেই কি সবচেয়ে সুন্দর বলা যায়?
শেষে সে ঠিক করল — সব ফুল একসঙ্গে আঁকবে। সে একটি বিশাল ক্যানভাসে বাগানের সব ফুলকে একসঙ্গে ফুটিয়ে তুলল — কেউ লাল, কেউ হলুদ, কেউ সাদা, কেউ নীল। চারপাশে প্রজাপতি উড়ছে, রোদের আলোয় ঝিকমিক করছে পাতাগুলো।
স্কুলে ছবিটি দেখে সবাই মুগ্ধ! শিক্ষক মুচকি হেসে বললেন, “এই তো সত্যিকারের ‘সুন্দর ফুলের ছবি’। কারণ এতে প্রতিটি ফুলের সৌন্দর্য আছে, কারও কম নয়।”
নীলা সেই দিন বুঝে গেল — প্রকৃত সৌন্দর্য বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে থাকে।
চাইলে গল্পটা আর একটু বড় বা ছোট করে দিতে পারি। তুমি কি শিশুদের উপযোগী করে চাও, না কি একটু কাব্যিক ঢঙে?

Comments
Post a Comment